আমরা কোন কাজ করতে গেলে মোটামুটি হাজারখানেক ‘কারণ’ সঙ্গে নিয়ে কাজ করি। কাজের ব্যর্থতা বা সাফল্যের হাজারো কারণ আমাদের সামনে থাকে। আমরা বড়দের কাছ থেকে এটা শিখি, আবার বড় মানুষেরা চারপাশের মানুষের কাছ থেকে এসব কারণ শেখে। আজ সকাল একটি পডকাস্ট শুনছিলাম। যেখানে বলা হচ্ছি, টেনিস বা পোকার কিংবা দাবা খেলায় খেলোয়াড়দের হারার পেছনে কোন কারণ থাকে না। পারফরমেন্স বা স্কিলে দুর্বলতার কারণে হারতে পারে খেলোয়াড়, কিন্তু বৃষ্টি বেশি ছিল বা অসুস্থ ছিলাম-এসব সস্তা কারণ সেখানে জমে না। কখনও শুনেছেন বিশ্বকাপ ক্রিকেটে হারার জন্য কারণ শুনে বাহবা পেতে কাউকে? ভুলের জন্য হারতে পারি কিন্তু অহেতুক কারণে হারা কখনই যুক্তির না। আবার হেরে এসব অহেতুক কারণ অনুসন্ধানও বোকামি।
যুক্তিসংগত কারণ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করা যেতে পারে। বারবার যদি ম্যাচে কোন দল হারতে থাকে, তাহলে তার কারণ অনুসন্ধান করে নিতে হবে। কোনভাবেই বৃষ্টি বেশি-মাঠ খারাপ এসব কারণে মুড়ি ভাজা যাবে না।
—
প্রশ্নোত্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম কোরাতে আরও যা পড়তে পারেন:
No comments:
Post a Comment