Pages

Thursday, June 13, 2019

অপেক্ষা কিসের জন্য?

ভবিষ্যতে ভালো কিছু হবে, আমরা এই প্রত্যাশায় বসে থাকি। ভবিষ্যতে ভালো চাকরি, ঘুরতে যাওয়া-সব হবে। সেই ভবিষ্যৎ আসলে আসবে কবে? একটি গাছের নিচে আমরা অপেক্ষা করতে থাকবো, আর ভবিষ্যৎ চলে আসবে? এমনটাই তো করি আমরা সাধারণ মানুষেরা। “Life to Happen” জীবনে যা ঘটবে তাই নিয়ে বসে থাকি আমরা। কেমন জানি ট্রেনে চড়ার মতো। ট্রেন স্টেশনে আসবে, আমরা মালপত্র নিয়ে ট্রেনে ওঠে বসব। ৮/৯ ঘণ্টা পরে ট্রেন আমাদের জায়গা মতো নামিয়ে দিবে। এটাই সরল অংক ধরে নেই আমরা জীবনের জন্য।

আসলেই কি আমরা বসে থাকবো, অপেক্ষা করবো? পিটার সেজ নামের এক ভদ্রলোকের টেড বক্তব্য দেখছিলাম, তিনি অপেক্ষা করতে মানা করেছেন। যারা সফল কিংবা দারুণ জীবন উপভোগ করেন তারা জীবনের জন্য অপেক্ষা করেন না। তারা প্রতিদিন জীবন তৈরি করেন। আমরা কালকের কথা মাথায় রেখে আজ অনেক কিছু করি না, যেটা ভুল। আজ যা করার কথা তাই করতে হবে।

জীবন হচ্ছে আয়নার মতো, আপনি নিজের ভেতর থেকে যা দিবেন, তাই আয়নাতে দেখতে পাবেন। আপনি বসে থাকলে আয়নায় কিছুই দেখতে পাবেন। এই মুহূর্তে যা করার কথা তাই করতে হবে।


Original Writer/Post Credit/Original Post Link

No comments:

Post a Comment

Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...