Pages

Saturday, December 23, 2017

Rules

Richard Branson's RULES Zuckerberg's Rules 
1. Keep it simple-= ELON'S RULES =-1. You get what you spend your time doing
2. Give it a try1. Never Give Up2. Get feedback
3. Be a leader2. Really Like What You Do3. Make mistakes
4. Delegate3. Don't Listen to the #LittleMan4. Only hire people who you would work for
5. Treat people well4. Take a Risk5. Make a change in the world
6. Shake things up5. Do Something Important6. Learn from the people around you
7. People will be skeptical6. Focus on Signal over Noise8. Give the very best experience
8. Do things differently7. Look for Problem Solvers9. Care the most about it 
9. Work Super Hard 10. Social bonds are critical
-= STEVE'S RULES =-11. Act despite fear 
1. Be willing to fail 12. Focus on the customers-= GATES' RULES =-
2. Be the thinker and doer13. Have a high pain threshold1. Have energy
3. Question everything14. Be rigorous in self analysis2. Have a BAD influence 
4. Focus16. Have a sense of humor3. Create the future
5. Reiterate the vision17. Aim for perfection4. Ask for advice
6. Make great products 18. Do your chores 5. Don't procrastinate
7. Persevere19. Be an adventurer6. Have a sense of humor
8. Act now!20. Inspire greatness7. #Believe in your ideas
9. Be a great storyteller-= BONUS =-8. Don't take things personally
10. Get A players* Drive innovation.9. Always be a student
11. Don't live a limited life10. Be fanatical
13. Design for yourself11. Take your competitors seriously
14. Don't sell crap -= MA'S RULES =-12. Learn to say No
15. Build a great team1. Just go for it13. Surprise the pessimists
16. Don't do it for the money2. Solve big problems14. Earn respect
17. Be proud of your products3. Change yourself-= BONUS =-
18. Build around customers 4. Build trust with your customers* Don't get ahead of yourself
19. Marketing is about Values5. Work smart
20.Stay Hungry, Stay Foolish6. #Believe in your philosophySundar Pichai's RULES
-= BONUS =-7. Think carefully1. Think about what's next
* Think about the future8. Focus on the efficiency2. Empower people
* Know your market9. Enjoy your life3. Ideas matter
* Be a rebel4. Be an optimist
Napoleon Hill's RULES5. Follow your dreams
Robert Kiyosaki's  Rules 1. Have a definite purpose6. Have a good morning routine
1. Experience makes you smarter2. Get along peacefully with others7. Push yourself
2. The more you give, the more you receive3. #Believe
3. Change the way you think4. Your only limit is yourself
5. Hard times bring new opportunities5. Take action
6. Design the business properly6. Improve your personality
7. Know what you are working hard for7. Create, recognize and act upon opportunities
9. Aim to acquire assets8. Success must be planned
10. Stop saving money, hedge it9. Move with courage and determination
10. Conceive, believe, achieve 
-= BUFFETT'S RULES =-Larry Page's Rules
1. Don't dwell on mistakes-= CUBAN'S RULES =-1. Set big goals 
2. Don't sleepwalk through life1. Be passionate 2. Don't be afraid of failure 
3. Paint what you want2. Don't make excuses3. Stay organised 
4. Think independently3. Learn from history4. Concentrate on the long term
5. Be rational4. Enjoy competing5. Have a good idea
6. Surround yourself with great people5. Know your business 6. Solve bigger problems 
7. Define your circle of competence6. Be brutally honest with yourself7. Take on challenges
8. Assign yourself the right story7. Know your SWOT8. Don't settle 
9. Bring the best out of people8. Be unique   9. Be yourself9. Adapt to changes 
10. Have fun10. Be a Shark
12. Hire well 11. Try out different thingsJeff Bezos's Rules
13. Don't care what others think12. Follow your efforts1. Have no regrets
14. Read, read, read 13. Put yourself in their shoes2. Follow your heart not your head 
15. Have a margin of safety14. Go beyond dreams3. Invest more in the product than marketing
16. Have a competitive advantage 15. Look at the opportunities4. Pick a good name
17. Schedule for your personality 16. Play League of Legends5. Stand for something
18. Always be competing-= BONUS =-6. Focus on your passion
20. Give unconditional love* Be willing to make sacrifices7. Build a culture
-= BONUS =-* Always challenge yourself8. Premium products at non-premium prices
* Make smart bets* Learn through process
* Invest in yourself
-= SINEK'S RULES =-
1. PURSUE YOUR VISION
2. MEASURE MOMENTUM
3. BE A GIVER
4. LEARN FROM CREATIVE PEOPLE
5. KNOW YOUR DESTINATION
6. BE OPEN TO THE UNKNOWN
7. HAVE BALANCE
8. TURN FOLLOWERS INTO LEADERS
9. SET UNREALISTIC GOALS
10. Break the rules
11. Train your mind
12. Be patient
13. Take accountability
14. Outdo yourself
15. Stack the deck
16. Be the last to speak 
17. Be authentic
18. Find your passion
19. Start with Why
-= BONUS =-
* Cooperate
Ask for help
* Have a purpose

Thursday, December 7, 2017

যেভাবে দারুণ কনটেন্ট আইডিয়া তৈরি হয়




মেড টু স্টিক নামে দারুণ একটা বই পড়া শেষ করেছি এমাসেই। গ্রোথ হ্যাকিং, ডিজাইন থিংকিং নিয়ে যারা আগ্রহী তাদের পছন্দের প্রিয় দশ বইয়ের একটা এই বই। কিভাবে আইডিয়া যুগের পরে যুগ টিকে থাকে তা নিয়ে মনোবিশ্লেষণধর্মী মেড টু স্টিক বইটি। বইটা পড়েই জেনেছি কেন “আঙ্গুর ফল টক” গল্পের শেয়াল আর আঙ্গুরের কথা প্রাচীন গ্রীস থেকে শুরু করে সব ভাষার গল্পে খুঁজে পাওয়া যায় কেন!


বইটি পড়া শেষে গুগল করে How to Produce Better Content Ideas নামে একটা স্লাইড শোর খোঁজ পাই। ইদানিং ফেসবুকের চেয়ে বেশি সময় দিচ্ছি স্লাইডশেয়ারে, দিনে ২টা ভালো স্লাইডশো যদি একবার পাই, সেই দিন সেই রঙে কেটে যায়।
আজকে Mark Johnstone এর স্লাইডশোটা পুরোটা দেখেছি, সেই রকমের মুগ্ধতা দেখা যায়।
একমাস জিমে যাওয়ার পরে যদি সিক্স তৈরি না হয়, তাহলে দোষ কার? আপনার-আমার অমনোযোগিতাই কিন্তু! সেইভাবে কোন কিছু নিয়ে ৭ দিন কিংবা ৩০ দিন নতুন করে না ভাবলে নতুন আইডিয়া তৈরি হওয়ার কথা না কিন্তু!
স্লাইডশোর শেষ দিকে রেড বুলের একটা উদাহরণের কথা বলা আছে। রেড বুল তার বিজ্ঞাপন কিংবা কোন কিছুতেই কিন্তু ক্যাফিনেটেড পানি খেলে কি হবে, কিংবা রেড বুলের উপকারিতা কি তা নিয়ে ঘ্যানর-ঘ্যানর করে না। রেড বুল জীবনশক্তি, অ্যাড্রেনালিন রাশ আর সীমানার বাইরে জীবন নিয়ে যাওয়ার দর্শনকেই ভিত্তি করে ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করেছে।
আপনার পণ্য বা সেবা যাই থাকুক না কেন, তা নিয়ে কখনই কথা বলা যাবে না। আপনার আদর্শকেই মানুষ গ্রহণ করবে।
কয়েকদিন আগে কোথায় জানি পড়েছিলাম, আপনি গরু ব্যবসায়ী হলে কিভাবে ব্যবসা করবেন? গরুর বিজ্ঞাপন দেবেন? কখনওই না, গরুর মাংসের কালোভুনা বিষয়টা কি তা আপনার ক্রেতাদের বোঝান। এরপরে গরু তারা এমনিই কিনবে।

এমন আরও ২৪টা স্লাইডশো বুকমার্ক করে রেখেছি। “শেখা” বিষয়টা তেমন খারাপ না।

এখন বেশির ভাগ সময় মিডিয়ামেই চোখ থাকে। আর লিংকডইনের স্টুডেন্ট ভয়েসও টুকটাক পোস্ট দেয়াই এখন আসক্তি আমার।





-- Stay cool. Embrace weird.

ফাইনম্যানের গো! অ্যাক্ট! ডু! স্টাইল

রিচার্ড ফাইনম্যান, যারা আদি পদার্থবিজ্ঞান ছাড়া বিজ্ঞান দুনিয়ার খোঁজ-খবর রাখেন তাদের কাছে বেশ পরিচিত একটা নাম। রসিক বিজ্ঞানী হিসেবে দারুণ জনপ্রিয়তা তার। Surely You’re Joking, Mr. Feynman তার বায়োগ্রাফি, সেই লেভেলের দারুণ একটা বই।

স্টিভ জবসের বায়ো পড়ার পরে আর কার বায়ো পড়বো তখনই ফাইনম্যানের বায়ো পড়া শুরু করি। সৈয়দ মুজতবা আলী যে স্টাইলে লিখতেন ফাইনম্যানও সেইম, ফাইন-কুল।

ফাইনম্যান যে কোন কিছুই দারুণভাবে শিখতেন। ইন্টারনেটে ফাইনম্যান স্টাইলে পড়াশোনা লিখে সার্চ করলে দারুণ-দারুণ আর্টিকেল পাওয়া যায়।

You'reJokingউদাহরণ তৈরির মাধ্যমে শিখতে ইয়াং ফাইনম্যান

স্কুলে থাকতেই জ্যামিতির বিভিন্ন উপপাদ্য নিজের মতো করে তৈরি করতো ফাইনম্যান। যে কারণে কলেজে ফাইনম্যান অন্য বন্ধুদের চেয়ে দ্রুত জ্যামিতি বুঝতো। আর বীজগণিতের সমস্যা নিজের মত করে উদাহরণ দিয়ে শিখতেন ফাইনম্যান, যে কারনে যে কোন সমস্যাকে তিনি উদাহরণ দিয়ে নিজের মত করে বুঝে নিতেন।

আমাদের পড়াশোনার সমস্যা হচ্ছে আমাদের অন্যরা উদাহরণ তৈরি করে দেয়। ফাইনম্যান অন্যের তৈরি উদাহরণের চেয়ে নিজের তৈরি উদাহরণের মাধ্যমে জানাকে গুরুত্ব দিতেন।

নিজ বায়োতে ফাইনম্যান লিখেছেন, ‘আমার একটা উপায় ছিল, যা কিনা আমি এখনও ব্যবহার করি। কেউ আমাকে কিছু বোঝানোর চেষ্টা করলেই তা আমি নিজের মত উদাহরন তৈরি করে বোঝার চেষ্টা করি।’

ফাইনম্যান তার বইয়ে লিখেছেন, ‘আপনি দেখবেন শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করে যায়, সব কিছুই তারা শিখে ফেলে এবং তারা আসলে যা মুখস্থ করে তা ছাড়া কোন কিছুই  আর জানে না।’

রেস্ট অব দ্য ওয়ার্ল্ড

এমআইটি থেকে আন্ডারগ্র্যাড শেষের পরে এক অধ্যাপক ফাইনম্যানকে রেস্ট অব দ্য ওয়ার্ল্ডে কি হচ্ছে তা জানার কথা বলেন। ফাইনম্যান এরপরে প্রিন্সটনে পড়াশোনা শুরু করেন। নিজের ফিজিক্সের পড়াশোনা ছাড়া বায়োলজি নিয়ে অনেক দিন পড়েছেন ফাইনম্যান। শুধু তাই নয় নিরস দর্শন নিয়ে জানতে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি ক্লাসে নিয়মিত হাজিরা দিতেন তিনি।

গো! অ্যাক্ট! ডু!

নারীদের সঙ্গে আড্ডা জমাতে এই বুদ্ধি খাটাতেন ফাইনম্যান। তার ভাষ্যে, নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়েই আসলে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ মিলে।

বইটা যতটুকু পড়া শেষ করেছি তাতেই অনেক জায়গাতেই নিজে থেকে মনে হচ্ছে,
Surely You’re Joking, Mr. Feynman!

(Original Source)



থিংকিং লাইক অ্যা ট্র্যাভেলার



থিংকিং লাইক অ্যা ট্র্যাভেলার, পরিব্রাজকের মত ভাবনা-কথাটা প্রথম শুনি আমি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিজাইন থিংকিংয়ের উপর একটি ক্লাসের ভিজ্যুয়ালে আইডিইওর জেনারেল ম্যানেজার টম কেলি একথা বলেন নতুন কিছু উদ্ভাবনের জন্য সবাইকে পাঁচটা অভ্যাস করার পরামর্শ দেয়ার সময় প্রথম পরামর্শ হিসেবে তিনি কথা বলেন-থিংক লাইক অ্যা ট্র্যাভেলার


তো থিংকিং লাইক অ্যা ট্র্যাভেলার মানে কি?

আমরা যখন বিদেশে ঘুরতে চাই, তখন কি করি? বিদেশে ঘুরতে গেলে সব কিছুই খুটিয়ে খুটিয়ে খেয়াল করি আমরা। আমাদের মস্তিষ্ক তখন যা দেখে তাকেই মনে রাখে, চিনে ফেলে, গল্পের ছবি হিসেবে মনে রাখে। অন্য দেশে গেলে মানুষ কিভাবে চা খায়, কফি খায়, জুতার ফিতা পরে তার সবই আমরা খেয়াল করি, মনে রাখি। আর নিজ এলাকায় সারাদিন কেমন জানি একটা ঘোরের মধ্যে চলি আমরা, বাসা-অফিস কিংবা বাসা-ক্লাস, একটা ঘোরের মধ্যে চলাই যেন সব। আর অন্য জায়গায় ঘুরতে গেলে প্রতিটি সেকেন্ডই যেন আমরা মনে রাখার চেষ্টা করি। এমনকি রাঙামাটি ঘুরতে গেলেও কিন্তু আমরা প্রতিটিই সেকেন্ডই মনে রাখি। ডিজাইন থিংকিং নিয়ে যারা পড়াশোনা করেন তারা থিংক লাইক অ্যা ট্র্যাভেলার অভ্যাসটিকে গড়ে তোলেন সবার প্রথমেই

কেন থিংকিং লাইক অ্যা ট্র্যাভেলার?

নতুন আইডিয়া কিভাবে আসে, এই প্রশ্নের গোড়ায় থিংক লাইক ট্র্যাভেলার্স সেন্স ব্যবহার করলে নাকি দারুণ কাজ হয়। বিষয়টা অনেকটা এই রকম, নতুন আইডিয়ার বেশির ভাগই আমাদের চোখের সামনে খুব সরল ভাবে কোন না কোন সমস্যার মধ্যে লুকিয়ে থাকে। একঘেঁয়ে জীবনের কারণে সেই সমস্যাগুলো নিয়ে ভাবনার সময় নেই আমাদের, ভাবনা যেহেতু নেই সেহেতু নতুন আইডিয়াও নেই; আছে শুধু কাট-কপি-পেষ্ট। পরিব্রাজকদের মত ভাবার অভ্যাসে সাধারণ সমস্যাগুলো থেকেই অসাধারণ সব আইডিয়া চলে আসে। ট্যাক্সি সার্ভিস উবারের শুরুর গল্পটা কিন্তু এই ধরণেরই। প্যারিসে ট্যাক্সি না পেয়ে ট্র্যাভিস কালানিক তো উবার তৈরির ধারণা পেয়ে যান

যে কারণে থিংক লাইক ট্র্যাভেলার্স?

টম কেলি থিংক লাইক অ্যা ট্র্যাভেলার্স থিমে ওরাল-বি টুথপেস্টের একটা গল্প শেয়ার করেছিলেন। ওরাল-বি বাচ্চাদের জন্য টুথব্রাশ ডিজাইনে কি নতুন আইডিয়া আসতে পারে তা নিয়ে বিপত্তিতে পড়েছিল। বাচ্চাদের জন্য ব্রাশ চিকন হবে কলমের মত, না ছোট হবে-কি হবে? শেষে, দেখা গেল বাচ্চাদের ব্রাশ আঁকারে বড় হলেই তা বাচ্চাদের ব্যবহার উপযোগি হয় বেশি। পাঁচ বছরের বাচ্চাদের দাঁতব্রাশের স্টাইল দেখে এই ধারণা মিলেছিল। 
প্রতিদিন একই ভাবে ভাবনার কারণে আমরা মাথায় এমন একটা মেকানিজম ডেভলপ করি যা কিনা নতুন আইডিয়া খুঁজতে অনিচ্ছুক হয়। কিন্তু, আপনি যদি  থিংকিং লাইক ট্র্যাভেলার্স অভ্যাস আয়ত্ব করতে পারেন তাহলে প্রতিদিনকার সমস্যা থেকেই দারুণ থিংক খুঁজে পাবেন


Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...