Pages

Monday, April 2, 2018

প্লেয়িং টু উইন: হাউ স্ট্র্যাটেজি রিয়েলি ওয়ার্কস

এ জে ল্যাফলে ও রজার মার্টিনের লেখা বই। স্ট্র্যাটেজির উপর দারুণ এক বই বলা যায়। এই বই থেকে স্ট্র্যাটেজির ৬টি ট্র্যাপ সম্পর্কে জানতে পারি আমি।

* ডু-ইট-অল স্ট্র্যাটেজি: এই স্ট্র্যাটেজিতে সবকিছুকেই গুরুত্বপূর্ণ ভাবার ফাঁদে পা রাখি আমরা

* ড কুইজিকোট স্ট্র্যাটেজি: এমন স্ট্র্যাটেজি গ্রহণ করা যা দেখে শক্তিশালী কেউ আপনার উপর ঝাঁপিয়ে পড়ে!

* ওয়াটার লু স্ট্র্যাটেজি: একই সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ ঘোষণা করা।

* সামথিং-ফর-এভরিওয়ান স্ট্র্যাটেজি: চীনের একশ কোটি মানুষকে কাস্টমার বানানোর চেষ্টা করা!

* ড্রিমস-দ্যাট-নেভার-কাম-ট্রু স্ট্র্যাটেজি: মেঘের ওপর ঘুড়ি ওড়ানোর চেষ্টা করা।

* প্রোগ্রাম-অব-দ্য-মান্থ স্ট্র্যাটেজি: কাস্টমারদের জন্য এমন প্ল্যান করা যাদের পেছনে সব কোম্পানি একই সময় দৌড়ানো শুরু করে!

এই বইয়ের বিখ্যাত একটি লাইন মনে আছে,

স্ট্র্যাটেজির সার্থকতা নির্ভর করে দুটি প্রশ্নের ওপর। 
এক, আপনি কোন মাঠে খেলবেন?; 
দুই, আপনি সেখানে কিভাবে জিততে চান?

Original Source





No comments:

Post a Comment

Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...