এক নাপিত হঠাৎ করে এলাকায় ফোড়া কাটা শুরু করল। খুব কম পয়সায় মানুষকে ফোড়া কেটে দেয়। স্বাভাবিকভাবে নাপিতের কাছে বেশি মানুষজন আসে। এদিকে ডাক্তারের ব্যবসা তো খারাপ। কেউ তার কাছ ফোড়া কাটতে আসেনা। ডাক্তার একদিন নাপিতের কাছে গিয়ে বলে সাবাশ তুমি খুব ভাল করে ফোড়া কাটো। তবে আমি যদি কিছু বিষয় শিখিয়ে দিই তাহলে আরও ভাল করবে। এরপর ডাক্তার তাকে বলললেন, তুমি এই ভাবে ছুড়ি ধরবে, কাটার আগে এই ইনজেকশন দিবে, কাটার পরে এই ভাবে ব্যান্ডেজ করবে। এই রকম করে অনেক কিছু শিখিয়ে চলে গেলেন। এত কিছু শিখে নাপিতও বেশি খুশি। পরের দিন ফোড়া কাটতে গিয়ে আর পারেনা। কিভাবে ইনজেকশন দিবে, কিভাবে ব্যান্ডেজ করবে। কিছু যদি হয়ে যায় এই ভয়ে আর ফোড়া কাটেনা। ফলে ডাক্তারের সেই রমরমা ব্যবসা আবার ফিরে আসে।
ডঃ মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকারে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেছিলেন, বেশি জানতে চাইবে, বেশি শিখবে না। সব বিষয়ে জানতে গেলে কাজে সমস্যা হয়। তখন মনে হয় কাজটি এইভাবে করব, নাকি ওই ভাবে করব। শেষ পর্যন্ত কাজই আর করা হয়ে উঠেনা।
তবে সব বিষয়ে না জানলেও কিছু বিষয়ে অগাধ জ্ঞান না নিলেও অল্প বিস্তর জেনে রাখা ভাল।
No comments:
Post a Comment