Pages

Friday, September 20, 2019

10 Techniques for Better Negotiation

Ten negotiation techniques:
  1. Prepare, prepare, prepare. Enter a negotiation without proper preparation and you’ve already lost. Start with yourself. Make sure you are clear on what you really want out of the arrangement. Research the other side to better understand their needs, as well as their strengths and weaknesses. Enlist help from experts, such as an accountant, attorney or tech guru.
  2. Pay attention to timing. Timing is important in any negotiation. Sure, you must know what to ask for, but also be sensitive to when you ask for it. There are times to press ahead, and times to wait. When you are looking your best is the time to press for what you want. But beware of pushing too hard and poisoning any long-term relationship.
  3. Leave behind your ego. The best negotiators either don’t care or don’t show they care about who gets credit for a successful deal. Their talent is in making the other side feel like the final agreement was all their idea.
  4. Ramp up your listening skills. The best negotiators are often quiet listeners who patiently let others have the floor while they make their case. They never interrupt. Encourage the other side to talk first. That helps set up one of negotiation’s oldest maxims: whoever mentions numbers first, loses. While that’s not always true, it’s generally better to sit tight and let the other side go first. Even if they don’t mention numbers, it gives you a chance to ask what they are thinking.
  5. If you don’t ask, you don’t get. Another tenet of negotiating is, “Go high, or go home.” As part of your preparation, define your highest justifiable price. As long as you can argue convincingly, don’t be afraid to aim high. But no ultimatums, please. Take-it-or-leave-it offers are usually out of place.
  6. Anticipate compromise. You should expect to make concessions and plan what they might be. Of course, the other side is thinking the same, so never take their first offer. Even if it’s better than you’d hoped for, practice your best look of disappointment and politely decline. You never know what else you can get.
  7. Offer and expect commitment. The glue that keeps deals from unraveling is an unshakable commitment to deliver. You should offer this comfort level to others. Likewise, avoid deals where the other side does not demonstrate commitment.
  8. Don’t absorb their problems. In most negotiations, you will hear all of the other side’s problems and reasons they can’t give you what you want. They want their problems to become yours, but don’t let them. Instead, deal with each as they come up and try to solve them. If their “budget” is too low, for example, maybe there are other places that money could come from.
  9. Stick to your principles. As an individual and a business owner, you likely have a set of guiding principles and values that you just won’t compromise. If you find negotiations crossing those boundaries, it might be a deal you can live without.
  10. Close with confirmation. At the close of any meeting (even if no final deal is struck) recap the points covered and any areas of agreement. Make sure everyone confirms. Follow-up with appropriate letters or emails. Do not leave behind loose ends.

বেঁচতে জানলে লুঙ্গি কি, বেডিং কি…


আমাদের ছোটবেলায় বিটিভিই ছিল একমাত্র অনস্ক্রীণ বিনোদন। সিনেমা হলে যেতে শুরু করি মনে হয় ক্লাস এইটে ওঠার পর। তো, টেলিভিশন তখন অনেক মজাদার কার্টুন দেখাতো। এর মধ্যে ক্যাসপার- দি ফ্রেন্ডলি গোস্ট ছিল আমার অন্যতম প্রিয়। এতোই প্রিয় যে, আমি এখনওএর শুরুর মিউজিকটা মনে করতে পারি- ক্যাসপার ভূত এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে উড়ে যায় আর গাইতে থাকে – I am Casper,  Friendly Ghost…। কাজে ক্যাসপার বললেই মাথাতে ঐ ভূতের বাচ্চাটার কথাই আসে।

এর মধ্যে বিজ্ঞানচিন্তার বদৌলতে জানলাম জিন কাটাকাটির একটা সিস্টেমের নামও ক্যাসপার। এই বুদ্ধিতে নাকি এমন আপেল হবে যা কেটে রেখে দিলে লাল হবে না!!!
এ পর্যন্ত জেনে খুশী ছিলাম। কিন্তু গত দুইদিন ধরে যে ক্যাসপারের কথা শুনতে পাচ্ছি তার সঙ্গে এসবের কোন সম্পর্ক নাই। নিকটতম আত্মীয় হলো লুঙ্গি।

জি, লুঙ্গি। ছোটবেলা থেকে এখনও আমাদের রোহিতুপুরের লুঙ্গির বড় কারবার হলো কেনার পর সেলাই করা। এখন অবশ্য অনেক সেলাই লুঙ্গি পাওয়া যায়।
এই সেলাই করা লুঙ্গির সূত্রপাত করেন সাফাত সাত্তার বাপ্পী। সলিমুল্লাহ খান ভাই বলেন বাপ্পী নাকি ছোটবেলায় বলতেন তিনি টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে লুঙ্গির ব্যবসা করে দেখাবেন। সেটাই তিনি দেখিয়েছেন কয়েক দশক আগে (১৯৯৪-৯৫ সালে মনে হয়)। প্রেস্টিজ লুঙ্গি নামে একটি লুঙ্গি ব্র্যান্ড তিনি প্রতিষ্ঠা করেন এবং প্রথম দেড়-দুই বছরে এক কোটি টাকার লুঙ্গি বিক্রি করে রেকর্ড করেন। বিটিভিতে প্রেস্টিজ লুঙ্গির বিজ্ঞাপন ব্যপক জনপ্রিয় হয় এবং লুঙ্গিও একটি বিজ্ঞাপনযোগ্য পণ্য হয়ে উঠে, যা আগে কেউ ভাবেওনি। এখনতো ১০ হাজারী লুঙ্গিও পাওয়া যায়। সাফাত সাত্তার আসলে দেখিয়েছেন “বিক্রি করতে জানলে” একটি শাদামাটা পণ্যকেও একেবারে শীর্ষে নিয়ে যাওয়া যায়।
পুরো গল্পটা মনে পড়ছে কারণ আমেরিকার একটি স্টার্টআপ বেডিং (ম্যাট্রেস) বিক্রি করে এবার ১.১ বিলিয়ন ডলার (১১০ কোটি ডলার)-এর কোম্পানিতে পরিণত হয়েছে!!! আর এটির নাম ক্যাসপার
২০১৪ সালে ক্যাসপার যখন ঘোষণা করে তারা আমেরিকার বেডিং শিল্পে একটা ভজঘট লাগাবে তখন কেউ সেটা বিশ্বাস করেনি। কোন বিনিয়োগকারীর আগ্রহের তো প্রশ্নই উঠে না। আমেরিকাতে ভাল বেডিং ২০০০+ ডলারে বিক্রি হয়।
আমেরিকার বেডিং বাজার কমবেশি ১৪ থেকে ১৮ বিলিয়ন ডলারের। আর এর গ্লোবাল মার্কেট আগামী ৫ বছরে ৩৯ বিলিয়ন ডলার হতে পারে বলে কেউ কেউ ধারণা করছে। ক্যাসপার কাস্টম-মেইড ম্যাট্রেস তৈরি করে সেটি একটি বাক্সের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে। এটি বহুস্তরী এবং ফোমের তৈরি। এগুলো ৩৫০ ডলার থেকে ২৭৫০ ডলার দামে বিক্রি হয়। ইন্টারেস্টিং হলো ১০০ দিনের ফ্রি ট্রায়ালও দেওয়া যায়! মানে ইচ্ছে করলে ১০০ দিন ব্যবহার করে না কিনে ফেরৎ দিতে পারবেন।  বিক্রি বাটা বাড়ানোর জন্য ওরা বিভিন্ন সেলেব্রেটি এনডোর্সমেন্টের ব্যবস্থা করেছিল। এরমধ্যে কেলি জেনারের একটা এনডোর্সমেন্টের জন্য ওরা আট লক্ষ ৭০ হাজার লাইক কামাই করছে ইনস্টাগ্রামে! তবে, এও কোম্পানি কিন্তু দেখিয়েছে ট্র্যাডিশনঅর মার্কেটিং টুল গুলোও কতো কাজের। এই ভিডিও টি দেখতে পারেন।


ক্যাসপারের সিইও ফিলিপ ক্রিমের ইচ্ছে নাইকি যেভাবে ফিটনেস ইন্ডাস্ট্রিকে রুপান্তর করেছে ক্যাসপারও সেরকম ঘুমের রাজ্যকে পরিবর্তন করে ফেলবে। ম্যাট্রেসের পাশাপাশি ওরা অবশ্য এখন চাদর, বেড ফ্রেম এবং ক্যাসপার গ্লো ল্যাম্প নামে একটি বেডসাইট বাতিও বের করেছে।
ক্যাসপার এ পর্যন্ত ৩৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ যোগাড় করেছে। বিনিয়োগকারীদের মধ্যে আছেন কারমেলা এনথনি, ফিফটি সেন্ট, এডাম লেভিন, লিওনার্দো ডি ক্রাপ্রিও এবংয় কেভিন স্পেসি।

শেষ রাউন্ডে এর বাজার মূল্য দাঁড়িয়েছে ১.১ বিলিয়ন ডলার। আর সিএনবিসির “ডিসরাপ্টর ৫০” লিস্টের ৮ নম্বরে  উঠে এসেছে।
এখন এটি পাবলিক অফারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর তাই যদি হয় তাহলে এটি যে একটি হট আইপিও হবে এতে কোন সন্দেহ নাই।

Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...