Pages

Sunday, August 4, 2019

#HAPPINESSPROBLEM: নিজের অবস্থান বোঝানোর দরকার নেই



হারুকি মুরাকামির বিখ্যাত একটি লাইনের কথা মনে পড়ছে, জীবনের কিছু কিছু বিষয় আছে যা এতটাই জটিল যে কোন ভাষাতে তা প্রকাশ করা সম্ভব না। আমরা প্রায়শই নানা কারণে নিজের অবস্থান, নিজের কথা অন্যের কাছে বলার চেষ্টা করি। আসলেই কি সেই চেষ্টার কোন দাম আছে? #HappinessProblem সিরিজের অংশ হিসেবে লিখাটা লিখছি।
নানান পরিস্থিতিতে আমরা নিজের অক্ষমতা বা জড়তা অন্যদের কাছে বোঝানোর চেষ্টা করি। দিন শেষে আসলে কেউ আমাদের বিষয় নিয়ে ভাবে না। সবাই আসলে যার যার বিষয় নিয়ে ব্যস্ত। নিজের দিকেই ভাবুন না, অন্যদের কতটা কথা আপনি শোনেন? যতটুকু কাজের প্রয়োজন হয়, ততটুকুই আমরা শুনি-এর বাইরে তো আর আমাদের কোন কনসার্নই থাকে না। আমরা নিজের বেলায় নিজের কথা প্রকাশে যতটা গুরুত্ব দেই, অন্যের কথা শুনতে বা বুঝতে কি ততটা সময় দেই? পুরো দুনিয়াটাই এমন, নিজের অবস্থান বলতে সবাই আগ্রহী, কিন্তু অন্যকে বুঝতেই আমাদের যত সমস্যা।
আমরা নিজেদের ‘Why’ বিষয়টা যতটা না বোঝানোর চেষ্টা করি, অন্যেরটা কি শুনি? আমি অনেক সময় বুঝি না, আমাদের আসলে কেন নিজেকে অন্যের কাছে বোঝাতে হবে। যেটা ফ্যাক্ট বা রিয়েলিটি তা এমনিই প্রকাশিত-তা বোঝাতে বেশি কিছুর দরকার কি হয়? আমরা আসলে সবার কাছে ভালো সাজতে বা ভালো থাকতে নিজেকে বোঝানোর চেষ্টা করি। আমরা সব জায়গাতে নিজের গুরুত্ব বাড়াতে বা ফিট হিসেবে উপস্থাপন করতেই নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করি।
আমরাও ভুলে যাই যে, আমরা যখন অন্যের কথা বোঝার মানসিকতা রাখি না, তখন কেন অন্যের কথা শুনি বা নিজের কথা বলি? নিজেকে জ্বালিয়ে অন্যকে উষ্ণ রাখার কি দরকার?

No comments:

Post a Comment

Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...