Pages

Sunday, November 26, 2017

Disclaimer


Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content in this blog were found on the internet & all data and information provided on this blog is for informational purposes only. If you own copyrights over any of them and if you do not agree with it being shown here, send an email to shawon.ck[at]gmail.com with ownership proof and we will remove it ASAP.


আরও ১০ জন কে শিখাও রে বাবা


তুমি যা শিখতেছো , তুমি যা জানতেছো তা সবার সাথে Share করো, আরও ১০ জন কে শিখাও রে বাবা ...
একটা Note বানাইসস ,এইটা আরও ১০ জনকে দেওয়া যাবে না ,কারণ ? তাইলে তো হালার পুত আমারে টপকাইয়া আগায় যাইব !!! আমারে তো কেউ আর চাকরি দিবো না !!!
Fucked Up this mentality !!!!
দুনিয়াতে যারা চাকরি দেয়, তারা কেউ First Class ,First কে চাকরি দেয় না, দেয় অই লোক কে যে আরো ১০ জনকে Help করতে যাইয়া নিজে Result খারাপ করছে !!!! কারন অই লুকাইয়া লুকাইয়া পড়া দিয়া আরো ২০০ জন মানুষের পেট চলবে না , একটা বড় Industry চালানো যাবে না , যিনি Industry করেন তার আসল চিন্তাই থাকে আরো ১০০ মানুষকে কীভাবে উন্নত জীবন দেওয়া যায় !
অনেক কষ্ট কইরা একটা ভালো Fabric এর উপর বই পাইছে, কইলাম যে দেন, কয় কি মাসের আগে নাকি ওইটা দেওয়া যাইব না ,আমার নাকি মাস লাগবে অই বই বুঝতে , আরে শালার পুত কইলেই পারছ যে , আমার ভয় লাগে রে আশিক তুই আমার উপরে যাবি গা , কারণ তুই তো অই বই আট বছর ধইরা পইরাও কিছু বুঝস নাই !!! বুঝবই বা কেমনে ?? ভিতরে জিনিষ তো নাই !!!!!
আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা যদি আরেক জনকে কিছু শিখাই তাইলে আমার বাংলাদেশ আগাবে, এই দেশের প্রতিটা মানুষ এক একটা সম্পদ পরিনত হবে !! তোর পিয়ন SSC এর পরে আর পড়াশুনা করে নাই, ১০ বছর ধইরা তোর সাথে, তো অরে একটু Computer চালানো শিখাইলে কি , তোর চেয়ে বড় হইয়া যাইবো ??
তোমার শিখানো কোনও কিছুর কারণে যদি কারো রুটি রোজগারের ব্যবস্থা হয়, তাইলে এর চেয়ে বড় অর্জন কি অই MSc. Bsc, PhD. তে পাওয়া যাবে নাকি ??? কবরে কি কেউ জিজ্ঞেস করবে যে তোমার PhD. কই ?? নাকি কেউ মারা গেলে যদি বলে যে এই মানুষ টা ভালো ছিলো ,উনার কারণে অন্তত আমি কিছু করে খেতে পারি ! তাইলে এর চেয়ে বড় অর্জন এই দুনিয়াতে আর কিছু হতে পারে ???
আমার কোনো কিছু শিখতে বসর লাগছে ,তাইলে আমার ছোটো ভাই , বোনদের তা শিখতে ঘণ্টা লাগা উচিত ,কারণ আমি তো এই কষ্ট টা করে ফেলছি, তাইলে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব তাদেরো কেনো এই একি কষ্টের ভিতর দিয়ে যেতে হবে ???

আমি একটা ছেলেকে একটা মেশিন চালানো শিখালে , আমার চাকরি ওই বেটা খাবে না আরে গাধা !!, আমি ওর কাছে ওই মেশিন বুঝাই দিয়া আরো বড় কোনও কাজে মনোযোগ দিতে পারবো !! এই Normal জিনিষ টা বুঝতে Engineer হওয়া লাগে না রে পাগলা !!! ওই কইবো তরে যে স্যার আমি এইটা দেখতেছি, আপনি অন্যকিছুতে সময় দেন !!!
একটা Data দরকার ,এইটা নিজের Computer আটকায় রাখে!!!!

কেন ? যাতে প্রতি সময় আমার যখন ওইটা দরকার তার কথা আমরা স্মরণ করি !! এখন কি অবস্থা ?? ২৪ এর যায়গায় ৪৮ ঘণ্টা কাম করা লাগে ,স্মরণ করতে চাছ যখন ভালো মতো মারা খা !!! আবুলের দল !!
অবশেষে এই লিখার মূল ধারাটাই আমার গুরুর কাছে থেকে পাওয়া !!
যা মনে আছে, তাই মুখে আসবে, তথাকথিত ভদ্র ভাষায় কথা বলার দিন শেষ, এখন দেশ কে সবার মাঝে তুলে ধরার সময়, নিজের সমাজ, নিজের পরিবার কে সারা দুনিয়ার মাঝে তুলে ধরার সময় !!!
Credit : Ariful Haque Ashik /Facebook


No comments:

Post a Comment

Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...